Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান বর্ধমানে একাধিক রাজ‍্যের মন্ত্রীর উপস্থিতিতে খাল বিল চুনো পুটি প্রানী পালন উৎসব

বর্ধমানে একাধিক রাজ‍্যের মন্ত্রীর উপস্থিতিতে খাল বিল চুনো পুটি প্রানী পালন উৎসব

নিজস্ব প্রতিনিধি, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: চুনো মাছ নিয়েই চুনোপুটি উৎসব। প্রতিবছর খাল বিল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এবং প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে চুনাপুটি উৎসব হয়ে থাকে। প্রতিবছর পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের বাশদহ চাঁদের বিলে অনুষ্ঠিত হয় উক্ত উৎসব। এই বছরও অন্যথা হয়নি। সোমবার ২৫ সে ডিসেম্বর উদ্বোধন হয় খাল – বিল – চুনো মাছ – পিঠে পুলি ও প্রাণী পালন উৎসব ২০২৩।

উৎসবের প্রধান উদ্যক্তা রাজ্যের মন্ত্রী তথা পুর্বস্থলীর বিধায়ক স্বপন দেবনাথ। উৎসবের উদ্বোধক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উৎসবের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পুর্ব বর্ধমান জেলা শাসক পূর্ণেন্দু মাজি, জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহ সভাধিপতি গার্গী নাহা, কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল সহ আরও অন্যান্য পদাধিকারিগণ।

উৎসবের সুভারম্ভ হয় ২৩ডিসেম্বর চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। সোমবার অনুষ্ঠান সুচিতে ছিলো বাসদহ বিলে ভাসমান মঞ্চ ও চাঁদের বিল ও বিলের পাড়ে বিভিন্ন মঞ্চে সানাই, পল্লীগীতি, বাউল গান ও ভাটিয়ালি গানের সুন্দর ব্যবস্থাপনা, যা উৎসবে উপস্থিত উৎসাহী জন-মানুষের হৃদয় স্পর্শ করে। এছাড়াও ছিলো মৎস্য ও প্রাণী পালনের সচেতনতা শিবির, বিলের জলে তালের ডিঙি, নৌকা ও সাঁতার প্রতিযোগিতা এবং সন্ধ্যাকালীন অনুষ্ঠান সূচিতে জায়গা পেয়েছিল বিলের জলে কলার ভেলায় প্রদীপ ভাসানো ও সংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধনী মঞ্চ থেকে মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায় বলেন, “কালের নিয়মে ধীরে ধীরে একদমই বিলুপ্ত হয়ে যাচ্ছে ছোটো মাছ। ছোটো মাছ যাতে বাঙালির পাতে পরে, আর সেই জন্য হারিয়ে যেতে দেওয়া যাবে না চুন পুটি মাছ, আর সেই দিকে লক্ষ্য রেখে রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রীর উদ্যোগে যে উৎসবের আয়োজন সত্যি অভাবনীয়। মৎস্য দপ্তর সবসময় উদ্যোগ- কে পাথেয় করে চলবে। পাশাপশি গ্রামীণ যে সমস্ত জলাধারগুলি আছে সেই সমস্ত জলাধার যাতে বুজিয়ে না ফেলা হয় লক্ষ্য রাখতে হবে”। এছাড়াও মন্ত্রী আরও বলেন উৎসবে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছি।

Exit mobile version