Home ক্রাইম বর্ধমান থেকে গুজরাটে কাজ করতে গিয়ে গনপিটুনিতে মৃত্যু হল বাংলার ২ তরুনের

বর্ধমান থেকে গুজরাটে কাজ করতে গিয়ে গনপিটুনিতে মৃত্যু হল বাংলার ২ তরুনের

নিজস্ব প্রতিনিধি, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: গুজরাটে কাজ করতে গিয়ে গনপিটুনিতে মৃত্যু হল বাংলার ২ তরুনের। নিহত রাহুল শেখ (১৮) ও সুমন শেখ (১৬) পূর্ব বর্ধমান জেলার কালনার কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের নতুনচর গ্রামের বাসিন্দা। দুজনকেই পিটিয়ে মারা হয়েছে বলে পরিবার সূত্রের খবর। সোমবার বিকেলে মৃতদেহ গ্রামে ঢোকার পরই নিহতদের পরিবারে শোকের ছায়া।

গতকাল রবিবার মৃত ২ তরুণের পরিবার থেকে মৃতদেহ আনতে গুজরাটের রাজকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা। মাস দুয়েক আগে রাহুল ও সুমন গুজরাটের রাজকোটে যায়। সেখানকার বহভানাগর রোড এলাকার একটি জুয়েলারিতে চাঁদির গহনা তৈরির কাজ শিখত। সপ্তাহখানেক আগে দোকান থেকে কিছু গহনা চুরি যায়। সন্দেহ হয়, এই কাজ রাহুল আর সুমনের। গত বৃহস্পতিবার দোকান মালিকের মদতে সুমন ও রাহুলকে গোডাউনে নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয়। সেখানেই বেহুঁশ হয়ে লুটিয়ে পড়ে দুজনেই।

খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ তদন্তে নেমে মালিক-সহ নিগ্রহকারীদের গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। সোমবার দুপুরে মৃত দুই তরুণের পরিবারের বাড়িতে দেখা করতে হাজির হন মন্ত্রী স্বপন দেবনাথ, বিডিও সেবন্তী বিশ্বাস, কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ সহ বিশিষ্টজনেরা। মৃত দুই পরিবারের তরফ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা। মন্ত্রী স্বপন দেবনাথ দুই পরিবারের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে এ রাজ্যে কাজ না পেয়েই ভিন রাজ্যে যেতে হয় বলেই দাবি করেছেন এলাকার যুবকেরা আর সেই কারণে এই সমস্যা বলে জানাচ্ছেন তারা।

Exit mobile version