Home স্বাস্থ্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল ৩ জন কোভিড আক্রান্তের, বর্তমানে হাসপাতালে...

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল ৩ জন কোভিড আক্রান্তের, বর্তমানে হাসপাতালে ভর্তি আরও ১০-১২ জন

একদিকে ডেঙ্গির গ্রাফ যখন ক্রমশ বাড়ছে তখন নতুন করে ৩ দিনে ৩ জন কোভিড আক্রান্তের মৃত্যু নতুন করে উদ্যোগ বাড়াচ্ছে।

টিএসপি বাংলা ওয়েবডেস্ক, মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩, বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তিন জন কোভিড আক্রান্তের মৃত্যু হল। রবি ও সোমবারের পর মঙ্গলবার আবারো এক কোভিড আক্রান্তের মৃত্যু। তিন দিনে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল তিনজন কোভিড আক্রান্তের। এছাড়াও ১০ থেকে ১২ জন ভর্তি আছে হাসপাতালে, যাদেরও অ্যান্টিজেন টেস্ট পজিটিভ বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মৃত তিনজনের জ্বর ছিল। পাশাপাশি একজনের কিডনি ফেইলিওর ও বাকি দুজন এনসেফালাইটিসে আক্রান্ত ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃতদের ক্ষেত্রে সবারই এন্টিজেন টেস্ট পজিটিভ ছিল। এর মানে কোভিড বলা যাবে না। তাদের মৃত্যু হয়েছে অন্য কারণে বলে জানান বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌস্তুভ নায়েক

আরও পড়ুন: জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত ১০৯ জন, বাড়ছে উদ্বেগ

যে তিনজন মারা গেছেন তারা ভুগছিলেন অন্যান্য রোগে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় ভাতারের ৬০ বছরের এক বৃদ্ধ হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। রবিবার সন্ধ্যায় তিনি মারা যান।

অন্যদিকে সোমবার সকালে মারা যান দেওয়ানদীঘি থানা এলাকার ৬১ বছরের এক বৃদ্ধ। তিনি কয়েক দিন আগে বর্ধমান হাসপাতালে ভর্তি হন। তিনি এনসেফ্যালাইটিসে আক্রান্ত ছিলেন। পরবর্তী সময়ে তার অ্যান্টিজেন রিপোর্ট পজিটিভ আসে।

মঙ্গলবার সকালেও বীরভূমের ২৫ বছরের এক যুবকের মৃত্যু হয়। তিনিও এনসেফ্যালাইটিসে আক্রান্ত ছিলেন। অ্যান্টিজেন টেস্ট করানো হলে তারও কোভিড রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল কৌস্তুভ নায়েক জানান আরটিপিসিআর (RT-PCR) টেস্ট ছাড়া কোভিড বলা যাবে না‌। বর্তমানে আরটিপিসিআর টেস্ট বন্ধ আছে। আবার চালুকরা হবে আরটিপিসিআর টেস্ট। যে কোন ভাইরাল আক্রমণের ক্ষেত্রেও অ্যান্টিজেন পজিটিভ হতে পারে। এদের মৃত্যুর কারণ দুজনের এনসেফালাইটিস সহ অন্যান্য উপসর্গ। বাকী একজনের কিডনির সমস্যা সহ অন্যান্য কারণ ছিল।

Exit mobile version