Home ক্রাইম আল কায়দা জঙ্গি সন্দেহে গুজরাটের থেকে ধৃত বাংলার ৩ যুবক, “ফাঁসানো হয়েছে”...

আল কায়দা জঙ্গি সন্দেহে গুজরাটের থেকে ধৃত বাংলার ৩ যুবক, “ফাঁসানো হয়েছে” দাবি পরিবারের

ধৃতদের মধ্যে একজনের বাবা। ছেলেকে "ফাঁসানো হয়েছে" দাবি তার।

টিএসপি বাংলা ওয়েবডেস্ক, বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩, পূর্ব বর্ধমান: আল-কায়দা জঙ্গি সন্দেহে গুজরাট থেকে গ্রেপ্তার বাংলার তিন যুবক। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি পূর্ব বর্ধমানে আর একজন তারকেশ্বরের বাসিন্দা বলে জানা গিয়েছে। গুজরাটের শনিবাজার এলাকা থেকে তিনজনকে গত রবিবার গ্রেপ্তার করে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা।

ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানাগেছে। এরপরই বৃহস্পতিবার জানা যায় ধৃত তিনজনের মধ্যে একজন পূর্ব বর্ধমানের নাদানঘাট থানার অন্তর্গত খোলা এলাকার বাসিন্দা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তার পরিবার।

তার বাবা-মা দুজনই বলছেন তাদের ছেলে কোন রকম ভাবেই এই কাজের সাথে যুক্ত হতে পারে না। তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তারা। পরিবার সূত্রে জানা গেছে গত বছর কালিপুজোর সময় সে বাড়ি থেকে রাজকোটে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। তারপর সে আর সেখান থেকে বাড়ি ফেরেনি।

তার বাবা জানিয়েছেন তার ছেলে ধর্ম নিয়েই বেশি থাকত। তবে বাড়িতে থাকার সময় আর পাঁচটা ছেলের মতোই ফ্রী ফায়ার গেম খেলতো। প্রতিবেশীদের অনুযায়ী বিতর্কিত কোন ফেসবুক পোস্টের জন্যই হয়তো তাকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছিলেন তারা। কোনো দেশবিরোধী কাজে সে যুক্ত থাকতে পারে না বলে বিশ্বাস তাদের।

Exit mobile version