Home রাজনীতি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগের কথা স্বীকার বেঙ্গল রাইসমিল অ্যাসোসিয়েশনের কার্যকরি সভাপতি বর্ধমানের...

জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগের কথা স্বীকার বেঙ্গল রাইসমিল অ্যাসোসিয়েশনের কার্যকরি সভাপতি বর্ধমানের আব্দুল মালেকের

নিজস্ব প্রতিনিধি, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: সদ্য ED -এর হাতে গ্রেপ্তার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার বিশেষ কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন বর্ধমান শহরের আব্দুল মালেক। আব্দুল মালেক পশ্চিমবঙ্গের রাইসমিল অ্যাসোসিয়েশনের একজন পান্ডা। বাম আমল থেকেই তার বিরাট প্রতিপত্তি। রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পর থেকে জ্যোতিপ্রিয়র সাথে তার দহরম মহরম রয়েছে বলে বারবার শোনা গিয়েছে। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই দিকে ইঙ্গিত করেন।

শনিবার আব্দুল মালেককে তার রাধানগর এলাকার বাসভবনে দেখা যায়। সেখানে তিনি জানান, এর আগেও শুভেন্দু বর্ধমানে এসে তার নাম উল্লেখ করেছেন, তার কারণ জানা নেই। তবে সংগঠনের নেতা হিসেবে তাকে অনেকবার খাদ্য দপ্তরে যেতে হয়েছে। তার দাবি, কারও দ্বারা প্রভাবিত হয়েই শুভেন্দু এই কথা বলেছেন। তিনি বলেন কোভিডের সময় অ্যাসোসিয়েশন এবং তিনি অনেক জনস্বার্থে কাজ করেছেন, সরকারকে সাহায্য করেছেন। ৫০০০ মানুষকে খাইয়েছেন। তিনি আরও বলেন, যদি তার মধ্যে কোনো ত্রুটি না থাকে তবে যতই কালিমালিপ্ত করার চেষ্টা হোক তা সফল হবে না।

Exit mobile version