Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান বর্ধমানের গোদা এলাকায় পিছিয়ে পড়া বাচ্চাদের বিনামূল্য পড়ানোর আশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার

বর্ধমানের গোদা এলাকায় পিছিয়ে পড়া বাচ্চাদের বিনামূল্য পড়ানোর আশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার

সামান্য অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কচিকাচারা। গোদা দিনমজুর স্পোর্টিং ক্লাব-এর সদস্য সেখ রাবিউল বলেন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় সকলেই স্কুলে যায়। কিন্তু স্কুলের পরে টিউশনের অভাবে পিছিয়ে পড়ছে তারা। তাই স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যরা স্বেচ্ছাসেবী সংস্থার দারস্থ হলেন।

টিএসপি বাংলা ওয়েবডেস্ক, গোদা, বর্ধমান: করোনা কালে ছুটেছে পড়াশোনা, আজ প্রায় বছর তিনেক পরেও হাল ফেরেনি শিক্ষা ব্যবস্থার। এমনটিই দাবি বর্ধমানের গোদা এলাকার খোন্দেকার পাড়ার বাসিন্দা সোনালী বেগমের। তিনি জানান ওই এলাকার অধিকাংশ মানুষই দিন আনে দিন খায়। তাই তাদের পক্ষে টিউশন ফিস জোগাড় করা খুবই দুষ্কর।

সামান্য অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কচিকাচারা। গোদা দিনমজুর স্পোর্টিং ক্লাব-এর সদস্য সেখ রাবিউল বলেন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় সকলেই স্কুলে যায়। কিন্তু স্কুলের পরে টিউশনের অভাবে পিছিয়ে পড়ছে তারা।

ওই এলাকার আরেক বাসিন্দা ও এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যা রোজিনা খাতুন জানান আগে তার স্বেচ্ছাসেবী সংস্থা ওই এলাকায় বিভিন্ন সমাজ সেবামূলক কাজ এবং বাচ্চাদের বিনামূল্যে টিউশন পরিয়ে থাকলেও বর্তমানে বিশেষ কারণে সেটি স্থগিত রাখা হয়েছে।

তাই স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাসেবী সংস্থা বর্ণমালা এনজিওর কাছে বাচ্চাদের নিয়ে বিনামূল্যে টিউশন পড়ানোর ব্যবস্থা চালু করার জন্য আহ্বান জানায়।

স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে ওই এলাকাটি সেদিন ঘুরে দেখা হয় এবং আশ্বাস দেওয়া হয় পড়ানোর জন্য উপযুক্ত স্থান পাওয়া গেলেই যত দ্রুত সম্ভব বিনামূল্যে টিউশন শুরু করা হবে সংস্থার তরফ থেকে। “আমরা দ্রুত এখানে কাজ শুরু করতে চাই। তাই এলাকার সকল বাসিন্দা এবং কাউন্সিলরের তরফ থেকে বিশেষভাবে সহযোগিতা কামনা করছি।” – সোনালী রায়, সভাপতি, বর্ণমালা এনজিও।

Exit mobile version