Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান মঙ্গলকোটের লোচন দাস সেতুতে এম.ভি.আই ও ভূমি দপ্তরের নজরদারি ওভার লোড গাড়ির...

মঙ্গলকোটের লোচন দাস সেতুতে এম.ভি.আই ও ভূমি দপ্তরের নজরদারি ওভার লোড গাড়ির উপর

নিজস্ব প্রতিনিধি, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের গুরুত্বপূর্ণ সেতু হলো লোচন দাস সেতু। কারণ, বর্ধমান ও বীরভূম জেলার সংযোগস্থল হল এই সেতু। বীরভূম থেকে বালি, পাথরের ওভারলোড গাড়ি আসছে বর্ধমান অভিমুখে তাই নজরদারি করার জন্য এই নাকা চেকিং বলে জানান মঙ্গলকোটের ভূমি দপ্তরের এক আধিকারিক। কাটোয়ার এম ভি আই এর আধিকারিক জানান যে, প্রায় দশটি গাড়ির উপর এই নজরদারি চলল তবে কোন ওভারলোড গাড়ি পাওয়া যায়নি। আগামী দিনেও এই নাকা চেকিং হবে মঙ্গলকোটের বিভিন্ন জায়গায়।

Exit mobile version