Home রাজনীতি বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিজয়া সম্মেলনীর আয়োজন

বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিজয়া সম্মেলনীর আয়োজন

নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: “জ্যোতিপ্রিয় মল্লিক এরেস্ট হয়েছে। এখন ঘটনাটা এমন পর্যায়ে চলে গেছে, স্বাধীনতার আগে যারা এরেস্ট হত তাদের স্বাধীনতা সংগ্রামী বল হয়। এটা এমন পর্যায়ে চলে যাবে যারা এরেস্ট হবে তারা সম্বর্ধিত হবে। তাদের সবাইকে রাজনৈতিক ভাবে এরেস্ট করা হচ্ছে” বলে মন্তব্য করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

শুক্রবার বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয় বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। সভায় মন্ত্রী স্বপন দেবনাথ সহ জেলা সভাপতি রবিন্দ্রনাথ চ‍্যাটার্জী বলেন, “পুরানো কর্মীদের দলে ফেরাতে ১ থেকে ১০ নভেম্বর রাজ্যজুড়ে বিজয়া সম্মেলনীর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়”। এদিকে বছর ঘুরলেই ২৪ লোকসভা নির্বাচন। তার আগে দলের পুরনো কর্মীদের সম্বর্ধনা দিতে চায় তৃণমূল কংগ্রেস। এককথায় এই বিজয়া সম্মেলনীকে জনসংযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস।

পাশাপাশি জানা যায়, পুজোর আগেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন পুরানো যারা হয়তো কোনো কারণে অভিমান করে দূরে সরে গেছেন। সেই সকল কর্মীদের বিজয়া সম্মেলনীর মধ্য দিয়ে সংবর্ধনা দিতে হবে। একইসঙ্গে সেই সংবর্ধনা অনুষ্ঠানের ভিডিওগ্রাফি করে তা পাঠাতে হবে অভিষেকের দফতরে। আর সতর্ক করা হয়েছে এই অনুষ্ঠান করার জন্য কোনোরকম চাঁদা তোলা যাবে না। এই সম্মেলনী থেকে লোকসভা ভোটে প্রস্তুতি শুরু করে দিচ্ছে তৃণমূল।

Exit mobile version