Home রাজনীতি CPIM -এর ডাকে বর্ধমানে যুদ্ধ বিরোধী মিছিল, উপস্থিত রাজ্য সম্পাদক কমরেড মহম্মদ...

CPIM -এর ডাকে বর্ধমানে যুদ্ধ বিরোধী মিছিল, উপস্থিত রাজ্য সম্পাদক কমরেড মহম্মদ সেলিম

নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধের দাবিতে, প্যালেস্তাইন জনগণের উপর নির্বিচারে ইসরাইলের আক্রমণের প্রতিবাদ ও প্যালেস্তাইন জনগণের দীর্ঘ সংগ্রামের সমর্থনে পূর্ব বর্ধমান সিপিআই-এম জেলা কমিটির ডাকে যুদ্ধবিরোধী মিছিল। শুক্রবার বর্ধমান শহরের কার্জনগেট থেকে স্টেশন পর্যন্ত যুদ্ধবিরোধী মিছিলে পা মেলান সিপিআইএম-এর রাজ্য সম্পাদক কমরেড মহম্মদ সেলিম, জেলা সম্পাদক সৈয়দ হোসেন, অমল হালদার, অপূর্ব চ্যাটার্জি সহ জেলা নেতৃত্ব।

এদিন মহম্মদ সেলিম বলেন, “পঞ্চায়েত নির্বাচনে যখন ভোট লুট হচ্ছিল তখন রাজিব সিনহা ঘুমোছিলো না হলে কারো সাথে গ্লাস নিয়ে বসেছিলো বোঝা যায়নি। পঞ্চায়েত লুঠেরাদের হাতে পঞ্চায়েত তুলে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দিয়েছিল, সে তেমন কাজটি করেছিল। এর বিরুদ্ধে বামপন্থীরা আদালতে হাজির হওয়ায় ওসি, আই.সি থেকে বিডিও, এসডিও দের নাকখত দিতে হয়েছে। তেমন এবার রাজিব সিনহা কেও নাকখত দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার দম্ভে সব সাংবিধানিক প্রতিষ্ঠান গুলো কে অপব্যবহার করেছে”।

রাইসমিল ব্যবসায়ী রাকিব্বুল রফমান প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, “এই ব্যক্তি চাল ব্যবসায়ী নন, রাজ্যের রেশন দূর্নীতির সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত। শুধু রাকিববুল নয়, তৃণমূলের বড় বড় নেতা, মন্ত্রী জড়িত। রেশন দূর্নীতির তৃণমূল নেতা, মন্ত্রীদের টাকা এই ব্যক্তির কাছে আছে”। ইডি ও সিবিআইয়ের কাছে তার আবেদন শুধু তদন্ত করলেই হবে না মূল অপরাধীদের অবিলম্বে ধরতে হবে।

Exit mobile version