Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান কোলকাতা থেকে দুর্গাপুরগামী সরকারি বাসের সঙ্গে দুর্ঘটনায় মৃত এক, উত্তেজনা বর্ধমানের মিরছোবায়

কোলকাতা থেকে দুর্গাপুরগামী সরকারি বাসের সঙ্গে দুর্ঘটনায় মৃত এক, উত্তেজনা বর্ধমানের মিরছোবায়

নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: কোলকাতা থেকে দুর্গাপুরগামী সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল চারটে নাগাদ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের জাতীয় সড়কের মিরছোবা এলাকায়।

মৃতের নাম রাবিয়া বেগম, বয়স আনুমানিক ৮৫। জানা গেছে ওই বাসেই তিনি ফিরছিলেন বর্ধমানে। বাস থেকে নামতে গিয়ে চাকা তলায় পড়ে যান। বাস না থেমে বেরিয়ে যায়। তারই জেরে চাকাই পিষ্ট হয়ে মারা যান ওই মহিলা। ওই ঘটনায় এলাকায় উত্তেজনায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ। আটকে পড়ে অসংখ্য গাড়ি। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রন করার পরেই অবরোধ উঠে যায়। তারপর যান চলাচল স্বাভাবিক হয়।

Exit mobile version