Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান মঙ্গলকোটের অজয় নদীর বন্যার পরিস্থিতি আজ সন্ধ্যায় খতিয়ে দেখতে এলেন জেলা সভাধিপতি

মঙ্গলকোটের অজয় নদীর বন্যার পরিস্থিতি আজ সন্ধ্যায় খতিয়ে দেখতে এলেন জেলা সভাধিপতি

নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: টানা চার দিন ধরে ক্রমশ বৃষ্টি হচ্ছে যার জেরে অজয় নদীর জল বৃদ্ধি পাচ্ছে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বারুই জানান যে দু দফাই জল ছাড়া হয়েছে অজয় নদীতে। মোট জল ছাড়া হয়েছে ৪৫ হাজার। এর ফলে মঙ্গলকোটের নতুনহাটে অজয় নদীতে জল ক্রমশ বাড়ছে।

খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ‍্যায় ঘটনাস্থলে আসেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার। সাথে আসেন মঙ্গলকোট সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বারুই, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির মৎসের কর্মদক্ষ সৈয়দ বসির, ঝিলু এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হায়দার সাফি ও বিশিষ্ট সমাজসেবী মীহির ঘোষ। এলাকার মানুষকে এ বিষয়ে ভয় না খেয়ে সতর্ক থাকার আশ্বাস দেন জেলা সভাধিপতি। তিনি এও জানান যে প্রশাসন সব সময় তাদের পাশে থাকবেন।

Exit mobile version