Home ক্রাইম বর্ধমান স্টেশনে ১৪৬ টি কচ্ছোপ সহ ধৃত ব‍্যাক্তিকে বর্ধমান জেলা আদালতে পেশ...

বর্ধমান স্টেশনে ১৪৬ টি কচ্ছোপ সহ ধৃত ব‍্যাক্তিকে বর্ধমান জেলা আদালতে পেশ করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: ১৪৬ টি জীবিত কচ্ছপ সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ধমান রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ। শুক্রবার অভিযুক্তকে বর্ধমান জেলা আদালতে পাঠায় জিআরপি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম আশীষ হালদার। ধৃতের বাড়ি নদীয়া জেলার চাকদায়। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

পাশাপাশি উদ্ধার হওয়া জীবিত ১৪৬ টি কচ্ছপকে বর্ধমান বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় গতকালকেই।জিআরপি সূত্র মারফৎ আরও জানা যায় গতকাল দুপুর দুটো নাগাদ বর্ধমান জিআরপি থানার উদ্যোগে অ্যান্টি সাবতেজ চেকিং এবং প্ল্যাটফর্ম চেকিং চালাচ্ছিলেন জিআরপি থানার ওসি চিন্তাহরন সিংহ ও অন্যান্য পুলিশ কর্মীরা। সেই সময় বিশেষ সূত্র মারফত খবরের ভিত্তিতে বর্ধমান রেলওয়ে স্টেশনের ছয় সাত নম্বর প্লাটফর্মের আসানসোলের দিকে এক ব্যক্তি কে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।

এরপরই ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ পরীক্ষা করতেই পুলিশ দেখতে পায় ন’ টি ব্যাগের ভিতরে প্রচুর পরিমাণে জ্যান্ত কচ্ছপ রয়েছে। বর্ধমান জিআরপি থানার ওসির নেতৃত্বে বাকি পুলিশ কর্মীরা এরপর সবকটি ব্যাগের তল্লাশি করে ১৪৬ টি ছোট বড় মাপের কচ্ছপ উদ্ধার করে। এরপরই আটক ব্যক্তিকে বন্য প্রাণী সুরক্ষা আইনের (Wildlife Protection Act 1972 ) ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

Exit mobile version